বরাবরে,
চেয়ারম্যান সাহেব,
গ্রাম আদালত,
৯নং বড়লিয়া ইউনিয়ন পরিষদ,
পটিয়া,চট্টগ্রাম।
বিষয়ঃ মৌরশী সম্পত্তি জবর দখল করার চেষ্টাকারীদের প্রতিকার প্রসঙ্গে।
বাদীঃ জনাব মোঃ মোজাম্মেল হক পিতাঃ মৃত কবির আহমদ সাং শাহমীরপুর ,ওযার্ড নংঃ০৬,থানাঃ কর্ণফুলী ,জেলাঃ চট্টগ্রাম।
বনাম
বিবাদীঃ ১.জনাবা নুর জাহার বেগম স্বামীঃ নুরম্নল আলম
২. জনাব নুরম্নল আলম পিতাঃ মৃত মোহাম্মদ মিয়া
সর্বসাং শাহমীরপুর ,ওযার্ড নংঃ০৬,থানাঃ কর্ণফুলী ,জেলাঃ চট্টগ্রাম।
জনাব,
সবিনয় নিবেদন এই যে, উপরে বর্ণিত বাদী নিমণবর্ণিত মতে আবেদন করে।
1) বাদী একজন সহজ-সরল ,নিরীহ ও শামিত্মপ্রিয় লোক হয়। দেশের প্রচলিত আইনের প্রতি সদা শ্রদ্ধাশীল। পÿামত্মরে বিবাদীগণ অত্যমত্ম লোভী, জুলুমবাজ ও নিষ্ঠুর প্রকৃতির লোক হয়। দেশের আইন-কানুনের তোয়াক্কা করে না।নিমণবর্ণিত ঘটনাই তাহার উৎকৃষ্ট প্রমাণঃ
2) নিমণবর্ণিত তপশীলের জায়গা বাদীর মৌরশীমূলে প্রাপ্ত সম্পত্তি হয়।উক্ত তপশীলের জায়গা কেরামত আলী পিতাঃ মৃত ওয়াহেদ আলী এর ত্যাজ্য সম্পত্তি হয়।উক্ত কেরামত আলীর মৃত্যুর পর তাহার দুই পুত্র এজাহার মিয়া ,নজু মিয়া ও এক কন্যা পরান বিবি উক্ত তপশীলের সম্পত্তির মালিক হয়।এজাহার মিয়ার মৃত্যুর পর তাহার তিন পুত্র কালা মিয়া কবির আহমদ এবংশফিক আহমদ মরহুমের সম্পত্তি মালিক হয়। কবির আহমদ মৃত্যুবরন করিলে বাদী ও বাদীর ভাই/বোন কবির আহমদের সম্পত্তির মালিক হয়।উক্ত তপশীলের জায়গা বাদীগং এর দখলে স্থিত আছে।কিন্তু উপরে বর্ণিত বিবাদীগণ সম্পূর্ণ গায়ের জোরে উক্ত তপশীলের জায়গা দখল করার জন্য নানাভাবে পাঁয়তারা করছে এবং বাদী ও বাদীর ভাইদের নানা প্রকার হুমকি প্রদান করছে। বাদী স্থানীয়ভাবে নিষ্পত্তির চেষ্টা করিয়া ব্যর্থ হয়।এমতাবস্থায় বাদী নিরম্নপায় হইয়া অত্র গ্রাম আদালতের শরনাপন্ন হয়।
অতএব, মহোদয় বিনীত নিবেদন এই যে, উপরে বর্ণিত বিবাদীগণকে নোটিশযোগে তলব
করিয়া উক্ত ঘটনার সত্যতা যাচাই পূর্বক সুষ্ঠহভাবে বিচার করিয়া বাধিত করিবেন।
ইতি-------------------------------------২২/০৬/২০১২ইংরেজী
তপশীলঃ
মৌজাঃশাহমীলপুর
আর,এস খতিয়ান নং২৩৮৬/১৪২৪ দাগ নং ১০২/১০১
বি,এস দাগ নং ১২৭/১২৬
সর্বমোট ৩০শতক বা ১৫ গন্ডা
বরাবরে,
চেয়ারম্যান সাহেব,
গ্রাম আদালত,
৯নং বড়লিয়া ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদ,
পটিয়া,চট্টগ্রাম।
বিষয়ঃ খরিদা সম্পত্তি জবর দখলকারীদের বিরম্নদ্ধে প্রতিকার প্রসঙ্গে।
বাদীঃ জনাব মোঃ আবদুলস্নাহ চৌধুরী পিতাঃ মৃত ওবায়দুর রহমান চৌধুরী সাং বড়ঊঠান ,ওযার্ড
নংঃ০৩,থানাঃ পটিয়া ,জেলাঃ চট্টগ্রাম।
বনাম
বিবাদীঃ ১.জনাব জালাল আহমদ পিতাঃ মৃত আবুল খায়ের
২. জনাব ইউনুছ রানা পিতাঃ ছিদ্দিক আহমদ
সর্বসাং বড়উঠান ,ওয়ার্ড নংঃ০৮ ,থানাঃ পটিয়া, জেলাঃ চট্টগ্রাম।
৩.বাবু শিবু ধর পিতাঃ মৃত মনোরঞ্জন ধর
৪. জনাব মিলন ধর(পুলু ধর) পিতাঃ ঐ
সর্বসাংদৌলতপুর ,ওযার্ড নংঃ০৩,থানাঃ পটিয়া ,জেলাঃ চট্টগ্রাম।
জনাব,
সবিনয় নিবেদন এই যে, উপরে বর্ণিত বাদী নিমণবর্ণিত মতে আবেদন করে।
3) বাদী একজন সহজ-সরল ,নিরীহ ও শামিত্মপ্রিয় লোক হয়। দেশের প্রচলিত আইনের প্রতি সদা শ্রদ্ধাশীল। পÿামত্মরে বিবাদীগণ অত্যমত্ম লোভী, জুলুমবাজ ও নিষ্ঠুর প্রকৃতির লোক হয়। দেশের আইন-কানুনের তোয়াক্কা করে না।নিমণবর্ণিত ঘটনাই তাহার উৎকৃষ্ট প্রমাণঃ
4) নিমণবর্ণিত তপশীলের জায়গা বাদীর খরিদা মূলে প্রাপ্ত সম্পত্তি হয়। বিগত ১৪/০৬/২০১২ ইংরেজী তারিখে উপবে বর্ণিত বাদী জিরি গ্রামের জনৈক মোঃ রফিকের নিকট হইতে রেজিস্ট্রি মূলে উক্ত তপশীলের ১০ শতক জাযগা খরিদ করে । বাদী পরিমাপ করিয়া তাহার নিকট হইতে জায়গা দখল নেয়। উপরে বর্ণিত বিবাদীগণ সম্পূর্ণ গায়ের জোরে উক্ত অবশিষ্ট তিন কড়া জায়গা জবর দখল করে। বাদী স্থানীয়ভাবে নিষ্পত্তির চেষ্টা করিয়া ব্যর্থ হয়।এমতাবস্থায় বাদী নিরম্নপায় হইয়া অত্র গ্রাম আদালতের শরনাপন্ন হয়।
অতএব, মহোদয় বিনীত নিবেদন এই যে, উপরে বর্ণিত বিবাদীগণকে নোটিশযোগে তলব
করিয়া উক্ত ঘটনার সত্যতা যাচাই পূর্বক সুষ্ঠহভাবে বিচার করিয়া বাধিত করিবেন।
ইতি-------------------------------------০৩/০৭/২০১২ইংরেজী
তপশীলঃ
মৌজাঃ বড়ঊঠান
আর,এস খতিয়ান নং১১৭২ দাগ নং ২৯৮০/৩৭৬৬
বি,এস খতিয়ান নং২১৯ দাগ নং ২২৯৯
সর্বমোট ১০শতক
বরাবরে,
চেয়ারম্যান সাহেব,
৯নং বড়লিয়া ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদ,
পটিয়া,চট্টগ্রাম।
বিষয়ঃ সুষ্ঠহভাবে বিচারের জন্য আবেদন।
বাদীঃ জনাবা সাহেদা বেগম স্বামীঃ মৃত মোঃ আলী
সাং শাহমীরপুর,ওয়ার্ড নংঃ০৬ ,থানাঃ কর্নফুলী, জেলাঃ চট্টগ্রাম।
বনাম
বিবাদীঃ ১.জনাব মোজাহেরম্নল হক পিতাঃ মৃত আলী আহমদ
২. জনাব আজব খাতুন পিতাঃ ঐ
সর্বসাং শাহমীরপুর ,ওযার্ড নংঃ০৬,থানাঃ কর্ণফুলী ,জেলাঃ চট্টগ্রাম।
জনাব,
সবিনয় নিবেদন এই যে, উপরে বর্ণিত বাদী নিমণবর্ণিত মতে আবেদন করে।
১)বাদী একজন সহজ-সরল ,নিরীহ ও অবলা পর্দানশীল মহিলা হয়। দেশের প্রচলিত আইনের প্রতি সদা শ্রদ্ধাশীল। পÿামত্মরে বিবাদীগণ অত্যমত্ম লোভী, জুলুমবাজ ও নিষ্ঠুর প্রকৃতির লোক হয়। দেশের আইন-কানুনের তোয়াক্কা করে না।নিমণবর্ণিত ঘটনাই তাহার উৎকৃষ্ট প্রমাণঃ
২) উপরে বর্ণিত বিবাদী যথাক্রমে বাদীর ভাসুর ও ননদ হয়। বাদীর স্বামী ক্যান্সার রোগে আক্রামত্ম হইলে তাহার চিকিৎসার জন্য তাহার স্বামীর খরিদা একগন্ডা জায়গা বিক্রি করে। উক্ত জমি বিক্রির টাকা দিয়া তাহার স্বামীর চিকিৎসা করায় এবং চিকিৎসারত অবস্থায় তাহার স্বামী মৃত্যু বরন করেন। অবশিষ্ট টাকা বাদী স্বামী গুন্নু মহাজনের নিকট জমা রাখে এবং তাহার মৃত্যুর পর উক্ত টাকা বাদীকে ফেরত দানের বলে যান।বাদীর নিজের কোন সমত্মান না থাকায় বাদীর স্বামীর পরামর্শে বাদী একটি সাতদিনের শিশুকে দত্তক নেয়। উক্ত শিশুর বর্তমান বয়স নয় বছর।উপরে বর্ণিত বিবাদীগণ বাদীর স্বামীর সম্পত্তি ও টাকা আত্মসাৎ করার জন্য নানাভাবে পায়ঁতারা করছে এবং বাদীকে নানা ভাবে হয়রানী করছে। বাদী তাহার মাসুম শিশুর ভবিষ্যতের কথা ভাবিয়া স্থানীয়ভাবে উক্ত বিষয়ে নিষ্পত্তির জন্য চেষ্টা করিয়া ব্যর্থ হয়।এমতাবস্থায় বাদী নিরম্নপায় হইয়া অত্র গ্রাম আদালতের শরনাপন্ন হয়।উক্ত বিষয়ে নিষ্পত্তি না হওয়া পর্যমত্ম তাহার স্বামীর ওয়ারিশ সনদ প্রদান না করার জন্য বাদী সবিনয় অনুরোধ জানান।
অতএব, মহোদয় বিনীত নিবেদন এই যে, উপরে বর্ণিত বিবাদীগণকে নোটিশযোগে তলব
করিয়া উক্ত ঘটনার সত্যতা যাচাই পূর্বক সুষ্ঠহভাবে বিচার করিয়া বাধিত করিবেন।
ইতি-------------------------------------২২/০৬/২০১২ইংরেজী
বরাবরে,
চেয়ারম্যান সাহেব,
গ্রাম আদালত,
৯নং বড়লিয়া ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদ,
পটিয়া,চট্টগ্রাম।
বিষয়ঃ মৌরশী ও খরিদা সম্পত্তি জবর দখলকারীদের বিরম্নদ্ধে প্রতিকার প্রসঙ্গে।
বাদীঃ জনাব মোঃ ইউছুপ পিতাঃ মৃত জরি আহমদ সাং শাহমীরপুর(বড় বাড়ী) ,ওযার্ড নংঃ০৪,থানাঃ কর্ণফুলী ,জেলাঃ চট্টগ্রাম।
বনাম
বিবাদীঃ ১.জনাব আবু ছিদ্দিক পিতাঃ মৃত আমির হোসেন
২. জনাব আবদুর রহিম পিতাঃ মৃত মোহাম্মদ মিয়া
সর্বসাং শাহমীরপুর ,ওযার্ড নংঃ০৪,থানাঃ কর্ণফুলী ,জেলাঃ চট্টগ্রাম।
জনাব,
সবিনয় নিবেদন এই যে, উপরে বর্ণিত বাদী নিমণবর্ণিত মতে আবেদন করে।
1) বাদী একজন সহজ-সরল ,নিরীহ ও শামিত্মপ্রিয় লোক হয়। দেশের প্রচলিত আইনের প্রতি সদা শ্রদ্ধাশীল। পÿামত্মরে বিবাদীগণ অত্যমত্ম লোভী, জুলুমবাজ ও নিষ্ঠুর প্রকৃতির লোক হয়। দেশের আইন-কানুনের তোয়াক্কা করে না।নিমণবর্ণিত ঘটনাই তাহার উৎকৃষ্ট প্রমাণঃ
২)নিমণবর্ণিত তপশীলের জায়গা বাদীর মৌরশী ও খরিদা মূলে প্রাপ্ত সম্পত্তি হয়। উক্ত তপশীলের জায়গার বাদী সর্বমোট উনিশ শতক সম্পত্তির মালিক হয়। বর্তমানে উক্ত তপশীলের জায়গার পনের শতক জায়গা বাদীর দখলে স্থিত আছে। উপরে বর্ণিত বিবাদী সম্পূর্ণ গায়ের জোরে উক্ত অবশিষ্ট চার শতক জায়গা জবর দখল করে। বাদী স্থানীয়ভাবে নিষ্পত্তির চেষ্টা করিয়া ব্যর্থ হয়।এমতাবস্থায় বাদী নিরম্নপায় হইয়া অত্র গ্রাম আদালতের শরনাপন্ন হয়।
অতএব, মহোদয় বিনীত নিবেদন এই যে, উপরে বর্ণিত বিবাদীগণকে নোটিশযোগে তলব
করিয়া উক্ত ঘটনার সত্যতা যাচাই পূর্বক সুষ্ঠহভাবে বিচার করিয়া বাধিত করিবেন।
ইতি-------------------------------------০৩/০৭/২০১২ইংরেজী
তপশীলঃ
মৌজাঃশাহমীলপুর
আর,এস খতিয়ান নং ১০১০দাগ নং ৫১১৪
বি,এস খতিয়ান নং২৬৩১ বি,এস দাগ নং ৭৭৩৩
সর্বমোট ১৯ শতক বা ৯ গন্ডা এক কড়া এক দমত্ম
বরাবরে,
চেয়ারম্যান সাহেব,
গ্রাম আদালত,
৯নং বড়লিয়া ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদ,
পটিয়া,চট্টগ্রাম।
বিষয়ঃ মৌরশী সম্পত্তি জবর দখলকারীদের বিরম্নদ্ধে প্রতিকার প্রসঙ্গে।
বাদীঃ জনাব শাহ জামাল পিতাঃ মৃত শামসুল আলম, সাং দঃশাহমীরপুর(লিচু তলা) ,ওযার্ড
নংঃ০৭,থানাঃ কর্ণফুলী ,জেলাঃ চট্টগ্রাম। মোবাইল নং ০১৮২৩-৬৫৪৩৯০
বনাম
বিবাদীঃ ১.জনাব জামাল আহমদ পিতাঃ মৃত নজির আহমদ
সাং শাহমীরপুর ,ওযার্ড নংঃ ০৭,থানাঃ কর্ণফুলী ,জেলাঃ চট্টগ্রাম।
জনাব,
সবিনয় নিবেদন এই যে, উপরে বর্ণিত বাদী নিমণবর্ণিত মতে আবেদন করে।
১)বাদী একজন সহজ-সরল ,নিরীহ ও শামিত্মপ্রিয় লোক হয়। দেশের প্রচলিত আইনের প্রতি সদা শ্রদ্ধাশীল। পÿামত্মরে বিবাদী অত্যমত্ম লোভী, জুলুমবাজ ও নিষ্ঠুর প্রকৃতির লোক হয়। দেশের আইন-কানুনের তোয়াক্কা করে না।নিমণবর্ণিত ঘটনাই তাহার উৎকৃষ্ট প্রমাণঃ
২)নিমণবর্ণিত তপশীলের জায়গা বাদীর মৌরশী মূলে প্রাপ্ত সম্পত্তি হয়। উক্ত তপশীলের জায়গার বাদীগং দশ শতক সম্পত্তির মালিক হয়। বর্তমানে উক্ত তপশীলের জায়গার ৮ শতক জায়গা বাদীগং এর দখলে স্থিত আছে। উপরে বর্ণিত বিবাদী সম্পূর্ণ গায়ের জোরে উক্ত অবশিষ্ট দুই শতক জায়গা জবর দখল করে। উক্ত বিষয়ে বাদী স্থানীয়ভাবে নিষ্পত্তির চেষ্টা করিয়া ব্যর্থ হয়।এমতাবস্থায় বাদী নিরম্নপায় হইয়া অত্র গ্রাম আদালতের শরনাপন্ন হয়।
অতএব, মহোদয় বিনীত নিবেদন এই যে, উপরে বর্ণিত বিবাদীগণকে নোটিশযোগে তলব
করিয়া উক্ত ঘটনার সত্যতা যাচাই পূর্বক সুষ্ঠহভাবে বিচার করিয়া বাধিত করিবেন।
ইতি-------------------------------------০৩/০৭/২০১২ইংরেজী
তপশীলঃ
মৌজাঃশাহমীলপুর
আর,এস খতিয়ান নং২৬৯১দাগ নং ১২২২৪
বি,এস খতিয়ান নং৩০৯১ বি,এস দাগ নং ১৬৫৮১
সর্বমোট ২৩০ শতক বা ১০ গন্ডা
বরাবরে,
চেয়ারম্যান সাহেব,
গ্রাম আদালত,
৯নং বড়লিয়া ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদ,
পটিয়া,চট্টগ্রাম।
বিষয়ঃ সুষ্ঠুভাবে বিচারের জন্য আবদেন।
বাদীঃ জনাব সাবের আহমদ পিতাঃ মৃত আবুল হোসেন, সাং শাহমীরপুর(নুরম্ন সারাং বাড়ী)
ওয়ার্ড নংঃ০৬,থানাঃ কর্ণফুলী ,জেলাঃ চট্টগ্রাম। মোবাইল নং ০১৮১৯-৬৪৯২০৬
বনাম
বিবাদীঃ ১.জনাব নুরম্নল আলম পিতাঃ মৃত কালা মিয়া
২.জনাব আবদুল মাবুদ পিতাঃ মৃত আবদুস সোবহান
সর্বসাং শাহমীরপুর ,ওয়ার্ড নংঃ ০৪,থানাঃ কর্ণফুলী ,জেলাঃ চট্টগ্রাম।
১)বাদী একজন সহজ-সরল ,নিরীহ ও শামিত্মপ্রিয় লোক হয়। দেশের প্রচলিত আইনের প্রতি সদা শ্রদ্ধাশীল। পÿামত্মরে বিবাদী অত্যমত্ম লোভী, প্রতারক ও নিষ্ঠুর প্রকৃতির লোক হয়। দেশের আইন-কানুনের তোয়াক্কা করে না।নিমণবর্ণিত ঘটনাই তাহার উৎকৃষ্ট প্রমাণঃ
২) বিগত ২২/০৪/২০১২ইংরেজী তারিখে উপরে বর্ণিত বাদীর ছোট বোন ইয়াছমিন আকতারের সহিত ২নং বিবাদীর ইসলামী শরা-শরীয়ত ও কাবিননামা মূলে বিবাহ সম্পন্ন হয়। উপরে বর্ণিত ১নং বিবাদী ২নং বিবাদীর আপন ভাই পরিচয় দিয়া অভিভাবক সাজিয়া কনের পÿÿর অভিভাবকের সহিত বিবাহের কথাবার্তা চুড়ামত্ম করে। উক্ত ১নং বিবাদীর জানায় বর সদ্য বিদেশ হইতে আসিয়াছে এবং বরের পিতামাতাসহ শাহমীরপুর ৪নং ওয়ার্ড়ে পাকা ঘর নির্মাণ করিয়া স্থায়ীভাবে বসবাস করে।বাদী ও বাদীর পরিবার তাহার কথা সরল মনে বিশ্বাস করিয়া বর পÿÿর দাবী পরিশোধ করিয়া গত ২২/০৪/২০১২ ইংরেজী তারিখে বিবাহ সম্পন্ন হয়।বিবাহের ২দিন পর ভোর ৫টায় ২নং বিবাদীর মা স্বণাংলকার চুরি করিয়া নিয়া যাবার সময় বাদীর বোন ইয়াছমিন আকতার দেখিতে পাইয়া জিজ্ঞাসা করিলে তিনি তাহাকে শারীরিক ভাবে নির্যাতন করে।পরবর্তীতে ২নং বিবাদী ও তাহার কথিত মা মিলিয়া বাদীর বোন ইয়াছমিন আকতারকে মারধর করিয়া হুমকি প্রদান করে বলে একথা কাউকে বলিলে গলা টিপে হত্যা করবে। ৫দিন পর উক্ত বিবাদীর বোন ইয়াছমিন আকতার বাপের বাড়ীতে নাইর আসে।পরবর্তীতে ২নং বিবাদী তাহাকে আনিতে গেলে উক্ত ঘটনার কথা তাহাকে বলিলে তিনি নানা কটুক্তিমূলক বলিতে থাকে এবং নানা প্রকার হুমকি প্রদান করিয়া চলিয়া আসে।দুই মাস অতিবাহিত হইয়া গেলেও অদ্যাবধি বিবাদীপÿ হইতে কোন যোগাযোগ করে নাই। উক্ত বিষয়ে বাদী স্থানীয়ভাবে নিষ্পত্তির চেষ্টা করিয়া ব্যর্থ হয়।এমতাবস্থায় বাদী নিরম্নপায় হইয়া অত্র গ্রাম আদালতের শরনাপন্ন হয়।
অতএব, মহোদয় বিনীত নিবেদন এই যে, উপরে বর্ণিত বিবাদীগণকে নোটিশযোগে তলব
করিয়া উক্ত ঘটনার সত্যতা যাচাই পূর্বক সুষ্ঠহভাবে বিচার করিয়া বাধিত করিবেন।
ইতি-------------------------------------০৯/০৭/২০১২ইংরেজী
বরাবরে,
চেয়ারম্যান সাহেব,
গ্রাম আদালত,
৯নং বড়লিয়া ইউনিয়ন পরিষদইউনিয়ন পরিষদ,
পটিয়া,চট্টগ্রাম।
বিষয়ঃ মৌরশী সম্পত্তি জবর দখলকারীদের বিরম্নদ্ধে প্রতিকার প্রসঙ্গে। ০১৮২৯-৯৪০৪৭০
বাদীঃ ১.জনাব মোঃ ইউনুচ পিতাঃ মৃত কবির আহমদ
২.জনাব মোঃ হোসেন পিতাঃ ঐ
৩.জনাব মোঃ হাসান পিতাঃ ঐ
সর্বসাং বড়ঊঠান ,ওযার্ড নংঃ০৯,থানাঃ পটিয়া ,জেলাঃ চট্টগ্রাম।
বনাম
বিবাদীঃ ১.জনাব মোঃ ইউছুপ পিতাঃ মৃত কবির আহমদ
২. জনাব মোঃ এয়াকুব পিতাঃ ঐ
৩. জনাব মোঃ ইদ্রিছ পিতাঃ ঐ
সর্বসাং বড়উঠান (খলিল মিস্ত্রির বাড়ী),ওয়ার্ড নংঃ০৯ ,থানাঃ পটিয়া, জেলাঃ চট্টগ্রাম।
জনাব,
সবিনয় নিবেদন এই যে, উপরে বর্ণিত বাদী নিমণবর্ণিত মতে আবেদন করে।
5) বাদীগণ সহজ-সরল ,নিরীহ ও শামিত্মপ্রিয় লোক হয়। দেশের প্রচলিত আইনের প্রতি সদা শ্রদ্ধাশীল। পÿামত্মরে বিবাদীগণ অত্যমত্ম লোভী, জুলুমবাজ ও নিষ্ঠুর প্রকৃতির লোক হয়। দেশের আইন-কানুনের তোয়াক্কা করে না।নিমণবর্ণিত ঘটনাই তাহার উৎকৃষ্ট প্রমাণঃ
6) নিমণবর্ণিত তপশীলের জায়গা বাদীগণের মৌরশী মূলে প্রাপ্ত সম্পত্তি হয়। উপরে বর্ণিত বিবাদীগণ বাদীর সৎভাই হয়। বাদীগণের পিতার মৃত্যুর পর উক্ত তপশীলের জায়গা পরিমাপ না করিয়া । উপরে বর্ণিত বিবাদীগণ সম্পূর্ণ গায়ের জোরে দখল করে। বাদী পরিমাপ পরিমাপ করিয়া তাহার প্রাপ্য অংশ বুঝিয়া দেবার কথা বলিলে উক্ত বিবাদীগণ নানা কটুক্তিমূলক কথা বলিতে থাকে এবং বাদীগণকে মারার জন্য চেষ্টা করে। বাদী স্থানীয়ভাবে নিষ্পত্তির চেষ্টা করিয়া ব্যর্থ হয়।এমতাবস্থায় বাদী নিরম্নপায় হইয়া অত্র গ্রাম আদালতের শরনাপন্ন হয়।
অতএব, মহোদয় বিনীত নিবেদন এই যে, উপরে বর্ণিত বিবাদীগণকে নোটিশযোগে তলব
করিয়া উক্ত ঘটনার সত্যতা যাচাই পূর্বক সুষ্ঠহভাবে বিচার করিয়া বাধিত করিবেন।
ইতি-------------------------------------০৯/০৭/২০১২ইংরেজী
তপশীলঃ
মৌজাঃ বড়ঊঠান
বি,এস খতিয়ান নং ৫০০/৬৭৫দাগ নং ২৮৫৬/২৮৫৮/২৮৬০/২৮৬১/২৮৪৪/২৮৫৬
সর্বমোট ৪০শতক বা ২গন্ডা
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS