গ্রাম আদালতে আগষ্ট মাসের নিষ্পত্তিকৃত মামলার রায়সমূহ
মামলা নং | শুনানী তারিখ | বিবরণ | রায়/সিদ্ধান্ত |
০১১ ২৪/০৬/১৩ইং | ২৭/০৭/১৩ইং ২৫/০৮/১৩ইং ০৫/০৯/১৩ইং রায়ের তারিখ ২৫/০৯/১৪ইং | বাদী-রফিকুল ইসলাম, পিতা- মৃত ওয়ালী, জিন্নতপুর। বিবাদী- সালা বেগম, স্বামী-রফিকুল ইসলাম, পিতা- ছালেক আহমদ, জিন্নতপুর। মাদকাসক্ত থাকার কারণে পারিবারিক কলহ সৃষ্টি হয়। যা গ্রাম পুলিশের প্রতিবেদন, সংশ্লিষ্ট মেম্বারের জবানবন্দিতে বাদী ও বিবাদী উভয়েই দোষী প্রমানিত হয়। | উভয়ের দোষ প্রমানীত হওয়ায় ও তাদের সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে উভয়কে সংশোধন করার জন্য তালাক আবেদন বাতিল ও পারিবারিক সমঝোতায় থাকতে বলা হয়। |
০১২ ২৭/০৩/১৪
| ২৯/০৩/১৪ইং ০৫/০৪/১৪ইং ১৬/০৬/১৪ইং রায়ের তারিখ ০১/০৭/১৪ইং | বাদী- রাজু আহম্দে, পিতা- রেজাউল মিয়া, নারায়নপুর । বিবাদী- আঃ খালেক গং, পিতা- সফিক মিয়া ফতেহাবাদ ।। বিদেশে শ্রমিক প্রেরণকে কেন্দ্র করে অর্থ আদায় নিয়ে পারিবারিক ও সামাজিক কলহ সৃষ্টি, হুমকী প্রদান । যা গ্রাম পুলিশের প্রতিবেদন, সংশ্লিষ্ট মেম্বারের জবানবন্দিতে বিবাদী দোষী প্রমানিত হয়। | বিবাদী কে বাদীর নিকট থেকে নেয়া সমূদয় অর্থ রায়ের ১৫ দিনের মধ্যে ফেরত দিয়ে সমঝোতায় আসতে বলা হয় এবং পারিবারিক কলহ কে দূর করে সম্প্রীতির বন্ধন সৃষ্টি করা হয়। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস