Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

 

এক নজরে বরলিয়া 

    এই ইউনিয়ন একটি আদর্শ ইউনিয়ন।এই ইউনিয়নে ০৭টি গ্রামে প্রায় ২৫,০০০(পঁচিশ হাজার) লোকের বসবাস।এই ইউনিয়নে  ২টি উচ্চ বিদ্যালয় ও ৮সরকারী প্রাথিক বিদ্যালয় রয়েছে।এবং ৩টি সিনিয়র মাদ্রাসা ও ১৩টি ফোরকানীয়া মাদ্রাসা রয়েছে।এই ইউনিয়নে ২৯টি মসজিদ এবং ১৬ টি মন্দির রয়েছে।এ  ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান  জনাব শাহীনুলইসলাম (সানু ) অত্রইউনিয়নকে  ডিজিটাল ইউনিয়ন হিসাবে গড়ার স্বপ্ন দেখছেন। তার  সহযোগী হিসাবে অত্র ইউনিয়নের  ইউপি সচিব, সদস্য/সদস্যাগন নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।